হিয়াখানি দোলে
(রাগপ্রধান সঙ্গীত)

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

হিয়াখানি দোলে শুধু যার পরশে,
এই মন নিত্য ভরে তার সরসে।

যার সাথে প্রাণে প্রাণে চলছে খেলা,
তার প্রেমে নিত্য আমি ভাসাই ভেলা।
সাথী সে যাবার বেলা, তার এ চাঁদের মেলা
আঁখি দরশে।।

দরশে সরসে সব, শুনি তার কলরব
দেখি তার উৎসব।

যে কথা হৃদয় মাঝে সে কথা তার,
শুনি আমি  একা একা মেনেছি হার।
খুলেছি হৃদয় দ্বার, হবো রব আমি তার
প্রেম হরষে।।