হাত ধরে নিও তুমি
(বিলিরিক ধরা তিন
কাঠামো দুই)
আমি শুধু গানে গানে, সুরে সুরে কাছে পাই ,
গান থেমে গেলে পরে, দেখি আমি তুমি নাই ,
তুমি ছেড়ে গেলে চলে ,
সাথী আসে দলে দলে ,
মেতে রই কলাহলে , ভুলে যাই সব কিছু,
সাথীগন সব মিলে , সারাখন টানে পিছু ।
গানে গানে থেকে তুমি, দেও মনে পরশন ,
পরশনে চায় মনে , তনুরূপে দরশন ,
জানি তুমি ভালোবাসো,
বারেবারে কাছে আসো ,
নিজ গুনে সব নাশো ,অসতের মতিগতি ,
কেনো ফের চলে যাও, দিশেহারা হয় মতি ।
তুমি সুর তুমি গান , তুমি তার শোভারাণী ,
সুরে সুরে গানে গানে, শুনি আমি এই বাণী ,
বাণী শুনে কাছে রই ,
গানে গানে কথা কই ,
গান শেষে একা হই , দু'টিচোখ ভাসে জলে ,
ভুলে ভুলে দিন যায় , জগতের দাবানলে ।
তালহার জীবনটা , অসুরটা নিয়ে থাকে,
অসুরের মাঝে শুনি , বারেবারে যম ডাকে ,
ইতিবেলা একা আমি,
চোখে দেখি ঘোর যামি ,
আজ আমি নই দামি , থেমে যাবে কথা বলা ,
হাত ধরে নিও তুমি, শেষ হলে পথ চলা ।