হরিচাঁদকে পেতে হোলে
(বাউল)

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

হরিচাঁদকে পেতে হোলে করো নাকো চাঁদের ক্ষয় ।
চাঁদে চাঁদে মিলন হলে অমানিশায় পূর্ণিমা হয় ।।

তিনটি চাঁদ এক হলে , পরিপূর্ণ হয় তারই ফলে ।
চাঁদ ধরলে উল্টো কলে , তিনটি ছেলের জন্ম হয় ।।

চাপাগাঙে চাঁদের টানে , তিনটি ছেলে আসে বানে ।
পিতার সন্ধান কেউ না জানে , কুমারী মাতা সতী রয় ।

হয় যদি চাঁদের পতন, হবেনা দুই মায়ের যতন ।
হোতে মায়ের মন মতন , চাঁদ দিয়ে চাঁদ ধরতে হয় ।।

চাঁদ হারায়ে বিশ্বরাজ , পেল না হরির প্রেমের তাজ ।
কর্ম দোষে বেহাল আজ , যম যাতনার দেশে রয় ।।