গানের মাঝে আঁখিরজলে
(বিশ্বরাজ সংগীত)

গানের মাঝে আঁখিরজলে , তোমায় খুঁজে পাই ।
জলাঞ্জলি সব দিয়ে আমি , প্রেমের সুরা খাই ।।

প্রাণের সুরে গানে ও গানে ,
তোমার প্রেম আমাকে টানে ,
গানের শেষে পিছন টানে, পিছন ফিরে চাই  ।

তোমার সাথে ভালোই থাকি , গানের দোলায় দুলে,
তুমি আমি এক হয়ে যাই , সকল কিছু ভুলে ,
তুমি আমায় ছুলে ।

থাকো না যখন প্রাণবাগে,
তখন সব বেসুর লাগে,
সুরহারা রাগ অনুরাগে , অশ্রুতে ভেসে যাই ।।