চিতাটা জ্বলছিলো

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

রাতটা টুটছিলো, ফুলটা ফুটছিলো
ভ্রমরা ছুটছিলো, লুটছিলো মধুটা,
ঘুমটা ভাঙ্গছিলো মনটা রাঙ্গছিলো
নিকটে গাঙ্গছিলে আঙ্গছিলো বধুটা।

বায়ুটা বইছিলো, ভোরটা হইছিলো
নিকটে মইছিলো লইছিলো দু'হাতে,
পাড়ার সইছিলো, দু'হাতে দইছিলো
কথাটা কইছিলো, রইছিলো সুভাতে।

মইটা ধরছিলো, কাজটা করছিলো
মইটা সরছিলো, মরছিলো বালাটা,
নিকটে ঘরছিলো অপর পরছিলো
সকলে ধরছিলো, বরছিলো কালাটা।

বালাটা লাশছিলো,  বরটা আসছিলো,
আঁখিতে ভাসছিলো, মাসছিলো ফাগুন,
শ্বশানে লাশছিলো, লাসের রাসছিলো
দিনটা বাসছিলো ,হাসছিলো আগুন।

চিতাটা জ্বলছিলো, লোকেরা বলছিলো
হিয়াটা টলছিলো, গলছিলো প্রাণটা,
বেলা ঢলছিলো, বায়ুটা চলছিলো
মরণ দলছিলো, তলছিলো ঘ্রাণটা।