চাঁপা গাঙের তরঙে দেখি
(বিশ্বরাজ সংগীত)
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
চাঁপা গাঙের তরঙে দেখি চাঁদের মাখামাখি ।
গোপনে দেয় জলবাসরে ভালোবাসার রাখি ।।
তরঙ তালে চাঁদটা দোলো ,
সুখ হরষে সকল ভোলে ।
দোলার দোলে বধন খোলে , হিয়াকে দিয়ে ফাঁকি ।।
ডুবলে চাঁদ দোলাটা থামে,
শেষে গভীর আঁধার নামে ।
চাঁপাগাঙের রাতিয়াকরে ,
নিত্য রাখলে নিত্যের ঘরে ।
উঠবে প্রেমের প্রভাকরে , ডাকবে সুখপাখি ।।