আঁখিতে এসো প্রাণেশ
( রাগ-প্রধান সংগীত )
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
আঁখিতে এসো প্রাণেশ কায়াতে , আমার প্রাণের চাওয়াতে ।
হৃদয়ের মাঝে এসে ছায়াতে , কথা বলো প্রাণের হাওয়াতে ।।
তোমার হাওয়া লাগলে গাঁয়ে , ফাগুন আসে নুপুর পায়ে ,
ভাসি আমার প্রেমের-ই নায়ে , মৃদু মিঠেল দখিন বায়ে ,
যাই ভেসে যাই তোমার গাঁয়ে , তোমার পরশ পাওয়াতে ।।
দিচ্ছে তোমার প্রেমের-ই ধারা , চাঁদ সূর্য আর গ্রহ তারা ,
সেই ধারা এই হৃদয়ে এসে ,করছে আমায় দিশেহারা ।
বিশ্বরূপে-ই তুমি শোভারাণী , দিচ্ছো আমায় আকাশবাণী,
হৃদয় মাঝে করো কানাকানি, হিয়াকে করছি প্রেমদানি ।
হোক না প্রেমের জানা ও জানি, তোমার-ই গান গাওয়াতে ।।