পূর্ব থেকে পশ্চিম,
উওর থেকে দক্ষিন।
খুজছি বার বার,
এই হল শতবার।
ভাবনা নয়,
ক্লান্তিই শেষ্ঠ।
ভাবনা আর ভালবাসা,
সব হবে বরবার।
জয় হবেই তার,
সৎ আর নিষ্টার।
মন চায় মনের সাধ,
সব কাজ একবার।
করে দেখি ভূল নাকি,
নয় এটা চিন্তার।
হাফ হাতার ফুল বাবু,
দামি টাকার গাড়িখান।
সুদ ঘুষের টাকায়,
অসৎ টাকার জমিদার।
ফুল ফিল সংসার
লাভ নেই,বাসা নেই।
ক্লান্তি ঐই চেষ্টার।
ক্লান্তি কর যদি,
সৎ আর নিষ্টার।
ভাবনাই উওম তবে।
শান্তি হবে সব পার।
ক্লান্তি শেষে অবসর।
কাব্যগ্রন্থঃঅচল কাব্য.