কাকলি ক'দিন হল বাড়িতে দেখছি আসছেনা।
সেটা আমাকে বলছো কেনো কিছুই তো বুঝিনা।
ওর সাথে সেদিন থেকে ঝগড়া তো আর করিনা।
মা তুমি ও না।
কি থেকে যে কি বলো,
এ সব কিছুই সাজে না।
খেয়ে দেয়ে কাছ নেই আমার ফাও কাউকে খুজিনা।
প্রতিদিনই এসে তো যন্ত্রনা করে মোরে।
কথা বলেতো দার্শনীকের মত!
আমি তো কবি কিংবা উপন্যাসিক নয়।
মা তুমিও না!
কি থেকে কি যে বলো,
তাও বলা সাজে না।
ও সত্যিই কতটা উদাসীন বুঝো।
কথার বলার নেই উওর কিংবা দক্ষিন।
কথাটা বলেছে কি আমায় যানো?
আমি নাকি ভালোবাসা পাওয়ার যোগ্যই না।
তোমার সাথে কাটবে কি কখনো আমার প্রহর।
আমাদের দেখলে ময়না টিয়া করবে কি রিস বাদ।
এই কথা শুনে চুপ রয়েছি নিজে।
তাও সে বলে উঠলো,
তুমি কি বোবা নাকি ভূতুম পেটার সাথে গেছো মিশে?
উওর একটা দেইনি তবে,
ঝগড়া হবে বলে।
বেশ তো,
খারাপ বলেছে কিসে?
মা তুমিও না!
ওর পক্ষ্য ছাড়া আজকাল কিছুই তো বলোনা!
কাব্যগ্রন্থঃঅচল কাব্য.