তুমি চিরোচেনা,
তুমি আবেগ প্রবল মেয়ে।

তুমি রমনী।
তুমি রাগিনী।

তুমি শ্রাবন,
তুমি শ্রাবনের মেঘ।

তুমি অজানা রাজ্যের এক রাগিনী।

তুমি মেঘলা।
তুমি বর্ষার অধর ধারা।

তুমি কবিতা,
তুমি ছন্দ।
তুমি পাখির কন্ঠের গান।

তুমি জীবনান্দের কবিতায়,বনলতা সেন ।
তুমি সেই ভালোবাসা।