সেই যে এসেই বসে,
খেয়েছেন তিনি।
ভাতের সাথে ছিল আলু ভর্তা,ঘি।
মাছ,মাংস নাকি বাদ দিছেন সে,
অনেক দিন আগে।
এর জন্য এই নেমন্ত ছিল,
আমার বাড়ির দারে।
রুচি নাকি এখন পান না সে,
ওই আগের মত।
মাড়ি দাঁত সামনের দাঁত সবই যে প্রায় অচল।
ঠকঠক করে,
ডকডগিয়ে নড়ে।
সেই যে বয়ষ্ক খাদক।
এতো ছোট পেটে,
এতো বড় পেট!
ভাত ঘি দিয়েই তিন থাল পাড়।
যা আলু ভর্তা এখনো ওই পাতে!
কাব্যগ্রন্থঃ অচল কাব্য.