নিঃশ্চুপ কেনো?

বেড়িয়ে এসো নীরবতার জগৎ থেকে।
হয়তো বিষন্নতার জলে ডুবে আছো।

তোমার তো ওখানে থাকার কথা নয়!

তুমি তো আগামীর পিতা কিংবা নবোচারী।

তুমি জয় করবে দূরলব ভাবনাকে।

তুমি ছড়িয়ে যাবে হয়তো এই আকাশকেও।

তুমি পিপিলিকা কিংবা সর্প নয়।
তুমি উলিপোকা কিংবা ছাড়পোকা নয়।
তুমি ধুলিকনা কিংবা কাঁদামাটি নয়।

তুমি বস্তুকে বস্তু বলতে শিখেছো।
তুমি প্রানীকে প্রানী বলতে শিখেছো।
তুমি হীনতাকে ঘৃনা করতে শিখছো।
তুমি কথা বলতে পারো।

তুমি এখন অজ্ঞ কিংবা বোকা নয়।

তুমি পাঞ্জেরি,
তোমার প্রতি কদমে ফুটবে সীমাহীন পথ।
তোমার সাহসীকতার দমে ভেঙ্গে যাবে কুকল্পনার জয়।

তুমি কে যানো?
তুমিই আঠারো বয়ষের একজন কিশোর বা কিশোরী।