ছন্দে ভরা এই কবিতায়,
অসমাপ্ত জয়গান।
শিখর থেকে শিখরে নবায়ন অম্লায়ন।
জাগ্রত এই ছন্দ দৃষ্টি,
আবাক জয়ের মেলা।
সমগ্র চেতনা বহমান,
চেতনাই গড়া।
হঠাৎ কুপুমুন্ডক আর নৈইলের উৎকন্ঠা উৎপাত।
দানবের এই নিরেহ জাতিকে ছুড়ে ছিল বজ্রপাত।
এই এলো-
এই এলো শহরের বুকে ট্যাং।
শুনেছি তা দেখেনি কভু,
কত কাপুরুষের গল্প।
ছিল ওরা বেইমান।
এই এলো এই গেলো,
তাড়াহুরা ছুট পাত।
কতশত হাজার গেছে যে মরি,
এই তান্ডব লিলায়।
কাব্যগ্রন্থঃ অচল কাব্য.