ছোট্র সোনাইর বায়না দেখে হাসছে সবে তাই।

এ কি সে বায়না ধরে'
তার মন যে কি চায়!

বায়না এবার গয়না কিনবে'
বিশ বরি স্বর্নের।

নয় যে তাহার নিজের জন্য।
কিনবে ফুলির জন্যে।

ফুলিকে সে সাজাবে নাকি এবার-
বউয়ের মতোই করে।

ফুলি সে তো নয়কো মানুষ।

ছোট্র পোশা বিড়াল ছা।
ফুলির জন্য সোনাইর ভালোবাসা অবাক করা!
শেষ না।


কাব্যগ্রন্থঃ অচল কাব্য.