চাল আর গমের বস্তা,
রাখা ছিল একই সাথে।

গমের বস্তা সবই পরে,
চালের বস্তা নেই যে ঘরে।

অবশেষে হলো চুরি,
চালের বস্তা কয়েক কুড়ি।

আসামি এবার চেয়ারম্যান,
বাদি মেম্বারসহ গ্রামের জনগন।

আলোচনায় এসেছিল দু'পক্ষের তের জন।
দেখতে যে এসেছিলো কে যানে কত জন।

প্যান প্যান ঘ্যান ঘ্যান।
চারদিক হৈচৈ।
আলোচনার বিষয়টা পরিষদের চাল কই।

একশত একজনের প্রাপ্যর পাওনা,
এখান থেকে গেলো কই।

চার চার পাঁচ পাঁচ,
একে একে হলো ফাঁস।

বাদি ছিল মেম্বার-
আর সাক্ষি ছিলো একশত একজন।

চোর এইবার ধরাবাধা।
চোরাই তো চেয়ারম্যান।




কাব্যগ্রন্থঃ অচল কাব্য।