রাজার রাজ্যে কোথায় হয়েছে চুরি।
রাজা তাই ক্ষেপেছেন।
সেনাপতি আর মন্ত্রীদের ডেকে এনে দেপেছেন।

তার রাজ্যে হয়েছে চুরি,
নিয়েছে আবার গম,ডাল,মুড়ি।
চোরের নাম ফুলঝুড়ি।

রাজা করতে যাবে শালিশ,
তাই লাঠি করে নিচ্ছে তৈল মালিশ,
সবার কানা ফিস ফিস।

রাজা এসে বসছে চেপে।
কতক্ষন পরপরে উঠছে ক্ষেপে।
সামলাতে মন্ত্রীরা তাকে ধরছে চেপে।

ফুলঝুড়ি রাজার সামনে এসে দাড়ালে।
রাজা লাঠি খানা বাড়িয়ে-দশ ঘা দিয়ে।
নালিশ দিল সেরে।


কাব্যগ্রন্থঃ অচল কাব্য।