তোমার সেই চনচলতা হারিয়ে গেছে!
হঠাৎ করে,
কেনো যেনো আমি চিন্তিতো।
তুমি তো সেই তাই না?
যাকে দেখে দেখে হাজারো কবিতা লিখেছিলাম।
অবাক!তা তো অবশ্যই হয়েছি।
শীতের সকালের মুক্তদানা শিশিরের মত,
চনচলতা দেখেছিলাম।
তখন খুব সুন্দরী-ই ছিলে।
আজ তো তোমায়,
বোকা বোকা লাগছে।
সূর্য উদয় হতেই যে হারিয়ে গেছো,
হয়তো তাই।।