থামবে কি?
থামবে না?
বলছি এইবার থামো।
নাই ব্যাতের হাকনি,
পিটের চামরা যে নিবো তুলে।
কী থামবে না?
থামো বলছি থামো।
পড়বে কি?পড়বে না?
বলছি এবার পড়ো।
এক থেকে সতেরো পৃষ্টার পড়া,
নিজেই পড়ো লিখো।
নাইলে কপালে দুঃখ আছে হাজার শতশত।
থামবে কি?
থামবে না?
থমতে বলছি থামো।
কান খুলে এইবার শুনো।
টিভি দিবো যে বেচে।
দেখবে পড় কচু।
এই শুনছো।
খাবে কি?
খাবে না?
বলছি এবার থামো।
বয়ষ তো হয়েছে বছর চারেক।
তবু ও হয়নি লজ্জা সরম।
উফ,খাবারে জন্য মেরেছি তোমায়,
কতই নানান রকম!
কি খাবে না?
আসো বলছি আসো।
বাবাকে দিবো কিন্তু বলে।
চকলেট কিবা পটেটু বলো,
আনবে না সে যে ঘরে।
থামবে কি?
থামবে না?
বয়ষ হয়ছে তো বছর চারেক,
তাও এতো দুষ্টামি যে করো!
কাব্যগ্রন্থ ঃ অচল কাব্য.