সমগ্র জুরে গর্জন।
আক্ষাঙ্কার দীপ্ত খড়া প্রবাহ রৌদেলা।

দুজন প্রান্তে!
তুমি আর আমি।
কল্পনার ঝুড়ির সন্ধানে আমি।

আর তুমি?
পৌছে গেছো সন্ধানের সীমান্তে,
অপেখ্যা রাখনিই আমার।

তুমি কে?
শ্রাবনের এই অধর ধারায়,
বাজিয়ে নুপূরের শব্দ।

তুমি কে?
বাজিয়ে চলছো এইগান।

কাব্যগ্রন্থঃ অচল কাব্য।