সত্য বলছি কিনা যানিনা।
তবে ভুলে গেছি তোমায়।

বার বার হারাও?
আমি খুজলাম কবে তোমায়?

আমার হবে না?
আমি তবে চাইলাম কবে তোমায়?

আমি যে এক রংহীন প্রজাপতি।

অবশেষে তোমায় কাদিয়ে হেসে যাই আমি,
ব্যকুল বেদনার সুখ।

লাল মাটির প্রাচীর গরছো ভিটাহীন তরে।
সেই প্রাচীরও ভেঙ্গে যাই আমি।
আহ!এই যে বড় সুখ।

সেই তোমায় একলা ছেড়েই দেখেছি,
সত্য স্বপ্নের মুখ।
মিথ্যা গুলি সব তোমার মাঝে।
অবশেষে তোমায় কাদিয়ে হেসে যাই আমি,
ব্যকুল বেদনার সুখ।

অনিতা,শুনেছি তুমি ফিরেছো,
আর সেই কদম গাছের তলে।
এঁকেছো ডানপায়ের বুড়ো আঙ্গুলে দুঃখর সেই নকশা।
তাও দিচ্ছি আমি লিপে।
আহ!এই যে বড় সুখ।



কাব্যগ্রন্থ :অচল কাব্য