আমি কিছু চাই বলে তুমি বারে বারে অনুমান করছো |
মানুষ কখন মানুষের কাছে চায় ?
যখন সে চাইবার যোগ্যতা অর্জন করবার প্রয়াস পায়
মানুষ কখন মানুষের কাছে অকপট ?
যখন কপটতার আড়াল সরাবার অকপটতায় সে আন্তরিক
তুমি, আমি প্রশ্নবিদ্ধ ছিন্নতাকে যাচাই করি
কেন ? কখন ? কিভাবে ?
তুমি, আমি উত্তর খুঁজি তোমার আমার মতো করে
যা  সত্য , তোমার বা আমার মতো করেই |