কি দিয়ে কি রাঁধি ?
কোন সুরেতে বাঁধি ?
ছিন্ন মুকুল, বকুল বাদী
কোথায় , কারে সাধি ?
তবুও কথা থাকে
কথার পিঠেই বাঁকে |
পটলচেরা চক্ষু ফাঁদে
পটল তোলা কাঁধে |
ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং
ছানাপোনার গ্যাং |
বিষম রাগে ইমন
ত্যাগে ভোরের কুমন |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.