আমার প্রভুরাজ্য প্রশ্ন করলেন
তুমি প্রথাসিদ্ধ ছিলে কি ?
ছিলে কি রক্ষনশীল , দায়বদ্ধ ?
উত্তরে নিরুত্তর অভিলাষ শুধু
আমি শ্বাসের শব্দ পাই
যে শরীরে কাঁপন জাগে
ভুলে যাওয়া গত বিশ্বাসের সহস্র সুরে
সে শরীরে মায়া, পিতার স্বর
যে কাব্য বেগুনীবোধে জন্মায়
সে বাড়ীর প্রথাসিদ্ধ চাল , তারও
আর আমি , ভোরবেলা শুধু জানতে চেয়েছিলাম
আমি দূরাগত এক আগমনীর সুর শুনি
তোমারও , আমারও