পাতা ঝরার শব্দ শুনতে পাও ?
আমি তার চোখের দিকে তাকিয়ে থাকি,
স্থির, নিষ্কম্প চোখের ভেতর,
জটিল অনুভূতিগুলোর ভেতর,
তারা খসার নিঃশব্দ বিপর্যয়ের ভেতর,
আর শুনি তার কণ্ঠস্বর
পাতা ঝরার শব্দ শুনতে পাও ?
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.