বাঁচার স্পৃহা আমারও আছে , আমার ক্ষুদ্র, নগণ্য অবহেলিত জীবন !
আমল নামা আমাকে ডান হাতে দিতে চাও কি ? হে ঐশ্বরিক লবণ !
তুমি আমি যে মুখোমুখি ! কেন মনে হয় সবকিছু বাঁ হাতে আমার !
শান্ত, শীতল ঠান্ডা যুক্তি গুলো , কেন সব বিফলতায় হারায় আবার ?
স্বপ্ন দেখি কাব্য হাওয়ায় উড়ছে ,কাড়ি কাড়ি মুদ্রামানের লহরী ,তুমি শোনো ?
শুধু জানিনি, যোগ্যতর হবার মাপকাঠিতে মুদ্রার বিচরণ এতো বাঞ্ছনীয় কেন !
জগত চলে হিসেব কষে, কথার সুপ্ত বাতুল অংশকে কেটে ফেলে , ছেঁটে ফেলে
অবান্তর প্রশ্নে খালি ভীষণ ক্ষুধাবোধ হয় , কেন এক সৌর চুল্লির দহন ক্ষুধা এলে !
কাফনাবৃত মুখটি স্পষ্ট হলে তুমি শুধু নির্বাক চেয়ে থাকো , হৃদয়ে জাগে ক্ষরণ তোমার
হাত বাড়িয়ে স্পর্শ করার বাতুলতাও হবে কি ছাঁটাই ? নিরুত্তরেই নীরব থেকো ,ধাঁধায় এবার !