সৃজনশীল লেখনীর ছাত্রী হিসেবে একটি কথা আমার স্বাভাবিক ভাবেই মনে হয়েছে, বাংলা ভাষাটিকে উল্লেখ করবার সময় আমাকে উল্লেখ করতেই হবে যে ভাষাটি সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে | অনেকে বাঙালী , বাংলাদেশী বিভক্তি টানেন, ভাষাগত মৌলিকতা রেখেই বোধহয় এর প্রারম্ভিক সূত্রগুলোর  প্রতি বিশ্বস্ত থাকা সম্ভব | আমার এক সহপাঠীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার তাই মনে হয়েছে | ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এই তথ্যটি পেলাম | বিশদ লিংকটি নিচে রয়েছে :

http://en.banglapedia.org/index.php?title=Bangla_Language

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও আমার তেমনি একটি অনুভূতি রয়েছে | রবীন্দ্রনাথকে একজন সহপাঠী " ভারতীয় কবি " বলছিলেন, আমার বেশ খারাপ লাগছিলো শুনতে | ভারত , বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতাকে ভারতীয় সম্পত্তি ঠিক ভাবা যায়না | কিছুটা ঘাঁটাঘাঁটি করে এই ডকু ফিল্মটি ক্লাসের সাথে শেয়ার করি, জানিনা তাতে ধারণা পাল্টাবে কিনা |

ভাষা ঐতিহ্য , লোকজ সম্পদ সবকিছুর সাথে একান্ত অনুভূতির প্রকাশ | মানুষ তো যন্ত্র নয়, অনুভূতি থাকবেই, সেই সাথে ভাষা থাকবে, অনুভূতিকে প্রকাশ করবার জন্য |

শুভেচ্ছা সকলের জন্য |