"ভাষাটার মূল্য ঠিক কোথায়, বলুন তো ?
মানুষ বেঁচে থাকে তার প্রাত্যহিক নিয়ে
দেয়াল লিখন, মাছের আড়ৎ,
এসবের বাইরেও বেঁচে থাকে ভাষা
সেখানে আমি কে আর আপনিই বা কে ?
বলুন তো অনুগ্রহ করে ?"
প্রশ্নকারীর বিচলিত প্রশ্নটির উত্তরে
উত্তরদাতা মৃদু হাসলেন
তারপর বললেন ,"ধরে নিন ,
আমার উত্তর আর আপনার
প্রশ্নের মধ্যবর্তী নীরবতার নামটাই ভাষা !"