আমি মানুষ চিনতে ভয় পাই
আলো অন্ধকারের মানুষ ...
ছুরির অগ্রভাগে মানুষের অবয়ব ..
ওটা আমাকেই প্রতিফলিত করে ,
অসহায়ভাবে |
ভোররাতের স্বপ্ন সত্যি হয় জানি
মাকে কদিন ধরে খুব ভাবছি
একদম কিছু মনে নেই
একদম ধবধবে স্মৃতির পাতাটা |
একদিনের কথা বলতে চাইছিলাম
একটি নির্বিশেষে সাধারণ দীর্ণ জীবনের কথা
ছলকে ওঠা লেমোনেডের ফোঁটাগুলো
মুছেছিল তার হাত
কিছুক্ষন আগে যা দেখছিলাম, ভাবছিলাম |