তুমি আলতোভাবে প্রশ্নটা করেছিলে ,
ঠিক শোনা যাচ্ছিলো না
বাইরে লন মোয়ারের বিকট আওয়াজ
যন্ত্রকে ছাপিয়ে মানবিক কণ্ঠস্বরের কাছে
কেন যে পৌঁছুতে পারা যায়না !
জীবদ্দশার প্রশ্ন অনেক
কেন, কখন, কোথায়, কিভাবে
বিভিন্ন প্রশ্নের উত্তরও বিভিন্ন
তবে জীবদ্দশার সব প্রশ্ন জীবনেই ব্যাপ্ত
কবরে কি আর কেউ কোনো উত্তর আশা করে ?
একদিন খুব ভোরে তোমার কলমের কালিতে চমকে দেব ?
কেমন লাগবে তোমার ? সেই ভোরবেলায় ? উত্তরের অপেক্ষায় রইলাম |