পুরোন ব্যথা পুরোন সুরে নতুন করে বাজে
হিয়ার মাঝে ব্যথার কাজল নতুন করে সাজে |
উৎসবেরই শব্দ আভায় , নানান রূপক বর্ণ বিভায়
প্রহর পেরোয় এক এক করে , পুরোনো সে কথকতায় |
সেই তো মম সাথী ভবে , সেই তো আমার অন্তরে
পুরোন সরোদ সুর সাধে তার একটি ছোঁয়ার মন্তরে |
মনের খবর তারই কাছে, তার সুরেতেই বাঁধা
ইচ্ছে ঘুড়ি লটকে থাকে , মনরে মিছেই সাধা |
স্বপন পুরীর ছোট্ট সে জন , প্রবল তারই প্রতাপ জোর
তার আমলেই সকল কাঙাল, আপনি সাজে রাজা মোর |