তুমি তোমার পান্ডিত্য নিয়ে ভাষার পোস্টমর্টেম করো
মূল , উৎপত্তি , সঠিক বা বেঠিক ...
প্রসব বেদনার যন্ত্রণাকে কেঁটে ছেঁটে সুন্দর শালীন রূপে ….
তুমি তোমার পান্ডিত্য নিয়ে ভাষার পোস্ট মর্টেম করো
যা পরিবেশনযোগ্য , উৎসাহ উদ্দীপনাময়
তবে তুমিও অস্বীকারকারী কোনো অস্পৃশ্য বিন্দুমাত্র
কেন্দ্রবিন্দু অধরাই থেকে যায় |