বুনো ফুলের শব্দাবলী,
সুঘ্রানেতে মৌতাত ভোর,
একান্নবর্তী সে বাড়ীর যতন।
শুদ্ধ আচার পদাবলী ,
হ্রদের বুকে জল টলটল,
শান্ত পুবের আলোর মতন।
ফিরেফিরে আমায় ডাকে,
জোর প্যাঁচানো পথের বাঁকে,
না ফুরোনোর মন কেমন এক অনন্ত সে সুর।
মন পবনের গাঁও ভেড়ে তার
উজানতলীর নাও নিয়ে পার ,
মেঘের রথে যাই পেরিয়ে দূর থেকে আর দূর।
কাজলতলীর আকাশ চেরে,
জোর বিজলীর রেখার আচঁড়
শন-শনে ঘোর বইছে হাওয়া , প্রচন্ড তার জোর।
কান্ডারী মোর পারের চাবি
রোদে ঝলসিত , নাকের ছাবি
তার হৃদয়ের দোলেও জাগে সপ্তসুরের ঘোর।