তুমি তোমার ট্রেনের টিকেট চেকার কে দিও
সে ছিদ্র করে নিশ্চিত করবে যাত্রীটির গমনাগমন,
তুমি তোমার টিকেট নিশ্চিত করে নিও
তোমার জন্যই অতিমাত্রায় জরুরি সেই প্রয়োজন |
গাড়ি , বাস , ট্রেন চলাচলে লোকালয় ,
পুড়ছে মোম ক্রমশ জাগতিক দেবালয় |
তুমি স্বচ্ছন্দ আলো নিশ্চিত করে নিও
জগতে আলোরও বড় বেশি প্রয়োজন |