তুমি একটি চুক্তির বড়াই
আর সবই দেখি রোশনাই ,
মুলুক তোমার খুঁটির জোরে
সাজবে জগত তারই ঘোরে?
করতে কি চাও ? জবরদখল ?
সুন্দর বনের মালিক বদল ?
মাগুর মাছে, ইলিশ মাছে
ইচ্ছে গুলির ঝাপসা ছাঁচে
তুমি অবয়ব , আমি ছায়া
ফ্রেমে হাসে পয়মন্ত কায়া |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.