শিশু দুটি ঘুমিয়ে পড়েছে এলেবেলে
মুখে শান্তির ছাপ, প্রসন্ন ,অবহেলে |
গুটিসুটি ঘুমোয় তারা. আঙুল গুলি জড়িয়ে
শিশুরাই ঘুমিয়ে পড়ে, সকল মায়া ছাড়িয়ে |
এই ভালো হোক , প্রসন্নতা থাকুক মুখের পরে
দায় এড়ানো সকল ভিড়ে , আসবে নতুন ভোরে |
যদি বলো, মিছেই আশা , করবো না তো বিবাদ
তুমি, আমি ভালোই আছি , দেখবে না আর বিষাদ |
একদিন যদি ছুঁতে চাই সে সময়ের টানে , তোমার শুদ্ধতায়
আনন্দেরই সকল সুরে, সকল গানে যে মায়া আলো ছড়ায় |
বাণী তোমার স্পর্শ করে , আমার প্রাণে,আমার গহীন টান
দেখছি ভোরে আলোয় ভরা সকল কাঁচা , সকল নবীন প্রাণ |