চলে যাওয়া মানুষগুলোর শব্দ
ঝরা পাতার গায়ে লেগে থাকা
মৃদু কোনো এক রং
কখনো বলে চলা কথা,
কখনো ফেলে আসা দুঃখ, চায়ের কাপে
যা বর্তমানে আসে, কারণ খুঁজে পাই,
অতীতকে একেবারে শেকড়সুদ্ধ উপড়ে না ফেলেও।  

কবিদের চলে যাওয়া কবিদের মতন
কবিদের ভালোবাসাও কবিদের মতন,

হয়তো একান্তভাবেই কবিদের মতন।