প্রশান্ত সেই ক্ষনে হেরি , পাই যে তোমায় মনে
ন'টার ঘড়ির যাতন-বিষে , স্মরি তোমায়, প্রাণে |
ফের সহজ হাসির আনন্দেতে তোমায় ছুঁয়ে ফেলি
ফোটে গুঁড়িগুঁড়ি বৃষ্টিভেজা জুঁই চামেলীর কেলি |
বহুদূর পথ হাঁটতে পারি শুধু কবিতার জন্য
পৌঁছে যাবো গীতি কবিতায় , কবিতায় বরেণ্য |
কবিতা তুমি জেনে রেখো এ এক পরম সত্যি
সাদা কাগজ কবিতায় রবে , হারবে না এক রত্তি |
টিকা : কবিতাটি আমার ইংরেজি কবিতা , For you , Poetry
এর ভাবানুবাদ | মূল কবিতাটি ছিল নিম্ন রূপ :
For you, poetry
I feel you in my most tranquil moment divine
I see you in my agonizing pain of o’clock nine.
I see you in simple laughter, so joyful
I taste you like raindrops, in a drizzle.
I can walk a thousand miles just for you
Poetry, for your lyric, I will be there, true.