তোমার চোখের টলটলে জল দীঘির মতন শান্ত
কর্মব্যস্ত দিনের শেষে গোধূলির আকাশ প্রান্ত |
তোমায় আমি বুঝতে নারি জটিল হিসেব কষে
ক্লান্ত মেঝেয় দিনাবসানে ঘুমোই অবশেষে |
তোমায় বোঝা হয়নি তো আর ,সূর্য এবার পাটে
ক্লান্ত শ্বাসে ,মৌন ভাষে পথ মেশে সেই বাঁটে |