তোমার ছবিতে রোদ ঠিকরে পড়লে , এখনো মনে পড়ে পুরনো কথা ,
আমার খোলা চুলে তুমি রোদ দেখতে ভালোবাসতে , একদম আনমনে ...
মানবিক ভেন ডায়াগ্রাম কজন মানুষের নাম ধারণ করতে পারে বল তো ?
মেমোরীর অবস্থা ও তাই, চতুর্দিকে ট্রাফিকের লাল বাতির সিগন্যাল |
ছোট শিশুটি ও আঙ্গুল মুড়ে অংক কষে...
তার জীবনে বাবা মায়ের অবস্থান পূর্ব আর পশ্চিমের দূরত্বে এসে ঠেকেছে
কতদিন পেরুলে দুষ্টগ্রহের প্রভাব বলয় মুক্ত হওয়া যায় বল তো ?
কতটা কান্না কাঁদনের শেষে বলা যায়, এবারের মত বেঁচে গেলো ইঁদুর বোধহয় !
আর ঠিক কতটা সময় লাগবে তোমার ? আরশি টা সরিয়ে সরাসরি তাকাতে এবার !