তোমার চোখের নীচে
অনেক কালি জমে থাকে ,
কাজল রঙা নিকষ অন্ধকার নিয়ে
তুমি শুকিয়ে গেছো অনেক,
শীর্ণদেহ তোমার শরীর
অনেক দিনের স্মৃতির কথা বলে ,
খুচরো সময়।
তোমার আমার জীবনে স্রষ্টা নিজ হাতে
ভাঙা গড়ার মুহূর্ত নিয়ে খেলেন
আর আমি ছুটতে থাকি
সেই প্রজাপতি সময়ে
চেনা সেই সময়ের
তোমাকে ধরে ফেলবো বলে
পাশ কাটিয়ে সব কিছুকে,
এক ছুট্টে সে ক্ষণটিতে।
তখন তোমার চোখের নীচে
কালি দেখিনি ,
শুধু শুনেছি আমাদের চেনা জীবনে
প্রারম্ভের গান।
আজও প্রজাপতি প্রহরে
বড় ভুলো হয়ে যায় এই মন ,
শান্ত জলের প্রতিবিম্বে
মানুষের ছায়া কুড়োয় যখন।।