তোমার আমার ফাঁকি ঝুঁকি , খেলার অবসর
কথার আখর দেখে ভেতর , অন্ধ মনের ঘর |
কথার পিঠে কথা থাকে , থাকে আয়োজন
ফুরায় বেলা, সকল খেলা , সকল প্রয়োজন |
উলের বলটা বুনতে থাকে ঘরের পরে ঘর
তোমার আমার ফাঁকি ঝুঁকি , খেলার অবসর |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.