অনাদিকালের অনন্ত কালের কোনো এক মুহূর্ত আছে?
ধরা যায়না, ছোঁয়া যায়না , শুধু অনুভব করা যায় ?
তুমি বলতে অভিজ্ঞতার কথা , তোমার কবিতারা কর্মঠ, অভিজ্ঞ
তোমার গানে সুরেরা জাল বোনে প্রতিজ্ঞার ভাষায় |
মার কথা আজকাল আর মনে পড়েনা , একদম
বদলে যাওয়া পৃথিবীতে বদলে যাচ্ছি আমিও , ধীরে ধীরে
অনন্তকালের , অনাদিকালের কোনো মুহূর্ত আছে কিনা আমি জানিনা
আমি তোমার করতলে সেই মুহূর্তটি দেখতে চাই কিনা, জানিনি |