ভাষা তোমায় দিলাম আজি অনেক দিনের ছুটি
নেই প্রয়োজন, নেই আয়োজন
রোদের ঝিলিক ঠিকরে পড়ে লাল মোরগের ঝুঁটি |

ভাষা তোমায় দিলাম আজি অনেক দিনের ছুটি
পুরোন চিঠির পাতায় পাতায়
রং ঝরে কোন আনাজপাতির , জাপটে ধরে টুঁটি |

ভাষা তবু আশায় থাকি ,  ভয় পাওয়া সেই  ছুটি
সহজ হবে সহজ কবে,
ভাষায় বহুল ভাষার ভাবে আলোক  পদ্ম ফুটি ||