তুমি আমার বুকের ভেতর কোনো কালের হারিয়ে যাওয়া সুরের কাঁদন
ঝুম প্রহরে খেলতে থাকা চুলোর জ্বালে ডালের বাগাড়, জিরের ফোড়ন |
তুমি আমার নাচতে থাকা ঝোড়ো হাওয়ায় ঘোর বরষার আকুল রোদন
একটি চিঠির খামের ভেতর অনেক আগের ভুলে যাওয়া অকাল বোধন |
কাঁচের গেলাস ঘুমের বড়ির প্রবল আদর আলতো আঁচে চায়ের সাঁঝে
লালচে আভায় মেঘ মেদুরে বিকেল বেলার মন খারাপের নিঝুম খাঁজে |
হঠাৎ স্মৃতির ঝলসে ওঠা ভাসতে থাকা গানের সুরে সূক্ষ্ম কাজে
চুড়ির আওয়াজ ভোলায় কখন ছুরির আঁচড় আগুন ঝরা দ্রোহ সাজে |
উপুড় বাটির বৃষ্টি খোয়াব চালসে আকাশ ফিকে স্বপনে তবু পিছুটান
ভুলতে চাওয়া ভুল প্রলাপের খাতার ভেতর লাল দাগেতে মোটা অবদান |
ঘাসের ভেতর শিশির জমে , শিশির জমে ঘামের মতোই চশমা কাঁচে
শূন্য হিসেব শূন্য মেলায় , জোড়া তালির খুচরো খাতায় প্রবল নাচে |
শ্যাওলা বোধন মিশে যাওয়া শেষ বিকেলের পেছল পথে ফিরতে চাওয়া
ওইখানে নেই আমি জানি তবুও থাকে সেইখানে মোর ফিরতে চাওয়া |