কবেকার কোন পথে নতুন করে হেঁটে আসা আজ ?
ভুলে যাওয়া মাতৃস্তন্যের স্বাদ , ভুলে যাওয়া সাধ আহ্লাদ
তবু কেন ফিরে আসে , তীব্র স্রোতের বাঁধভাঙা আওয়াজ ?
মানুষ ফিরে আসে মানুষের কাছে , ফিরে আসে বারে বারে ....
ভাপে ঝাপসা কাঁচে , তবুও ক্ষরণ বাঁচে , তবুও বাঁচে সাধন স্বর
মিল খুঁজে লাভ নেই , তবু বাঁচে কোনো এক সুর , বুকের ভেতর |