অনেকটা পথ হেঁটে আসবার পর
অলস সময় ,কাটে অশীতিপর প্রহর |
শুধু ঘন দুধে পড়ে থাকে সময়ের সর
তবুও আঁধার সরাই, চোখে ভাসে ভোর |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.