হয়তো শেষ রক্ষা হবেনা |
প্রবল গর্জনে সমুদ্রের কোনো আবাহন ঘটে
এবং ঘটে জীবনের সকল মোহ মুক্তি
বিসর্জনের বেদনার ছাপ রেখে |
আমরা আজকাল কথা বলি নিতান্ত ভাববাচ্যে
ক্লান্তি, বিষাদ অথবা কোনো না পাওয়ার ফিরিস্তি লম্বা না করে
তবু হয়তো শেষ রক্ষা হবেনা |
সকল হয়তো নিয়ে পরীক্ষা দেয়া খুব কঠিন , তবুও |
কোথাও আর কোনো ফেরবার তাড়া নেই , বেঁচে
কিছু কি বলবার সুযোগ ছিল আদৌ , কোনোদিন ?
ঘুমোতে থাকা কচি মুখ ভাবায়, ভোলায় .... অনেক মায়া !
তবু হয়তো শেষ রক্ষা হবেনা |