"তোমার সত্য গুলো আমার কাছে নিরাপদ থাকবে।"
আমি তোমার চোখের দিকে স্পষ্ট ভাবে তাকিয়ে বলি।
কথাগুলো প্রায় অনাবশ্যক কথার পর্যায়েই পড়ে বোধ হয়।
আমি এক চুনোপুঁটি, আমার কথার আর কি মানে হতে পারে?
তবু বলি।
বলি আমার সত্যের ব্যক্তিগত বোধ থেকে, আমার অনুভব থেকে।
বলতে হয়, যখন লিখিত বক্তব্য অন্তর্বর্তীকালীন গুমোরকে দীর্ঘতর করে।
বলি মানুষ হিসেবে
আরেকজন মানুষকে।
কারণ, মানুষেরই প্রয়োজন আজ এই পৃথিবীর , নারী বা পুরুষের চাইতেও অধিক।