স্রষ্টা তোমার বধিবে আমারে তোমার হিসেব মতন
পুরু মানিব্যাগ, ওজন বুঝে বাড়বে কমবে যতন |
স্রষ্টা তোমার ফিল্মি ভাষণ , মুখস্থ তার আওড়ানো বুলি
বালতি বদনা , সামান বিছানা ,অসামান্য টাকার ঝুলি |
স্রষ্টা এতো ঠুনকো তো নয় ভাঙবে যেন কাঁচের গেলাস
পারলে গড় মনটা তোমার , জনম দুঃখী শিমুল পলাশ |