আসছে ধীরে ঘাসের গায়ে, জলের কণায়, ক্ষুদ্র ব্যথা
হরিৎ বরণ বিশ্ব লয়ে তোমার স্মৃতি, নেবে কি সেথা?
অনেক কথায় , অনেক আলাপ , ভুলেই যাওয়া মোহনপুরে,
ফুরিয়ে যে যায় , দিনের শেষে ,জুড়িয়ে যাওয়া পুরোন গীতি
কাঁপছে সময়, বেশ কিছু তাই ঘাস ছিঁড়েছি, মঠের রাখাল
শোধ দেইনি । তোমায় ভেবে , পাল্টে যাওয়া শহর জানে,
তুষের আগুন ভুলিয়ে দিয়ে ,নিয়ন বাতির আজন্মকাল।
আনতমুখী, লাজুক মনা, মেঘরঙা সেই শাড়ীর পাড়ে,
আসছে মেঘে ঢলের মতন , স্মৃতির বিন্দু জলের ভারে।
আলোর প্রথম ঝলকানিতে , মুক্তোমনে একান্তে তাই বশংবদ
ভুল ভেবেছি, ভুল করে তাই অনুক্ত ক্ষন, বারণ করে বিশদ যত।
জানাচ্ছিল রৌদ্র-বিহার, এইবারেতে খুচরো সময়
জিম্মিকালের আঁধার তমস পেরিয়ে এসে প্রথম কিরণ।
বলবো তবু, তোমায় নিয়ে খুব ভেবেছি, এমন তো নয় !
ভাবছি তবু একটা অর্ক কল্পনাতে, পূর্বে জাগে, ঋদ্ধ স্মরণ।
সোমবার, ১৮ই জুলাই, ২০২২
পূর্বকথা : অর্ক সূর্য হলেই ভালো, তবে অর্ক, অনিমেষ আর মাধবীলতারও। একতরফা ভাবে কবিতাকে না নেয়াই ভালো।